হুমায়ুন আহমেদ -Humayun Ahmed
-------------------------------------------------------------------------------------------------
**** শুভ্র সমগ্র – ৬ টি
০১. শুভ্র
০২. দারুচিনি দ্বীপ
০৩. মেঘের ছায়া
০৪. শুভ্র গেছে বনে
০৫. রূপালী দ্বীপ
০৬. এই শুভ্র ! এই
**** মুক্তিযুদ্ধ সমগ্র - ৬ টি
০১. 1971
০২. আগুনের পরশমনি
০৩. .দেয়াল-সম্পূর্ণ (সর্বশেষ উপন্যাস-২০১৩
০৪. সূর্যের দিন
০৫. সৌরভ
০৬. শ্যামল ছায়া
*** হিমু সমগ্র - ২৪ টি
০১. ময়ূরাক্ষী (১৯৯০)
০২. দরজার ওপাশে (১৯৯২)
০৩. হিমু (১৯৯৩)
০৪. পারাপার (১৯৯৩)
০৫. এবং হিমু (১৯৯৫)
০৬. হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম (১৯৯৬)
০৭. হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
বইগুলোর তালিকা সম্পাদনাঃ মোঃ জাহিদুল ইসলাম রিতন
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশেরস্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তবে তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায় বেশী না হলেও তাঁর রচিত গানগুলিো সবিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাঁর অন্যতম উপন্যাস হলোনন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। পুরস্কার হুমায়ুন আহমেদ তাঁর অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলোঃ
-------------------------------------------------------------------------------------------------
**** শুভ্র সমগ্র – ৬ টি
০১. শুভ্র
০২. দারুচিনি দ্বীপ
০৩. মেঘের ছায়া
০৪. শুভ্র গেছে বনে
০৫. রূপালী দ্বীপ
০৬. এই শুভ্র ! এই
**** মুক্তিযুদ্ধ সমগ্র - ৬ টি
০১. 1971
০২. আগুনের পরশমনি
০৩. .দেয়াল-সম্পূর্ণ (সর্বশেষ উপন্যাস-২০১৩
০৪. সূর্যের দিন
০৫. সৌরভ
০৬. শ্যামল ছায়া
*** হিমু সমগ্র - ২৪ টি
০১. ময়ূরাক্ষী (১৯৯০)
০২. দরজার ওপাশে (১৯৯২)
০৩. হিমু (১৯৯৩)
০৪. পারাপার (১৯৯৩)
০৫. এবং হিমু (১৯৯৫)
০৬. হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম (১৯৯৬)
০৭. হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
বইগুলোর তালিকা সম্পাদনাঃ মোঃ জাহিদুল ইসলাম রিতন
No comments:
Post a Comment
We will tell you the answer. Thank You .