ইসলামিক আলোচনা @ Islamic 02
ইসলামী জীবন বিধান দুইটি মৌল বুনিয়াদের উপর স্থাপিত। একটি কুরআন, অপরটি হাদীস। দু:খের বিষয় যে মুসলমানদের জীবনকে রাসূলে আকরাম সা: এর জীবন ও কর্মধারা হইতে বিচ্ছিন্ন করা ও ইসলামকে একটি নিষ্প্রাণ ও স্থবির ধর্মে পরিণত করার লক্ষ্যে হাদীসের প্রামাণিকতা ও বিশুদ্ধতা এবং ইহার সংকলন ও সংরক্ষণ সম্পর্কে একটা সন্দেহের ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা চলিয়া আসিতেছে সূদীর্ঘকাল হইতে। এই সর্বনাশা চক্রান্তের মুকাবিলা করার লক্ষ্যেই এই ভূখন্ডের বিশিষ্ট হাদীস বিশেষজ্ঞ শায়খুল ইসলাম মুহাম্মাদ আবদুর রহীম ষাটের দশকের প্রথমভাগে এই গ্রন্থখানি প্রণয়ন করেন। প্রায় অর্ধযুগের ব্যাপক অধ্যয়ণ ও গবেষণার ফসল এই মূল্যবান গ্রন্থে হাদীসের সংকলন, লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ এবং হাদীস শাস্ত্রের ইতিহাস সম্পর্কে হাদীস বিরোধীদের সকল কূট-প্রশ্নের তিনি বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ জওয়াব দিয়েছেন।
No comments:
Post a Comment
We will tell you the answer. Thank You .