পবিত্র মাহে রমযান
মাহে রমযান ঃ ফাযায়েল ও আহকাম
রোযার পরিচিতি ঃ
আরবী সাওমের বহুবচন হচ্ছে সিয়াম । আভিধানিক অর্থ ঃ বিরত থাকা । ইসলামের পরিভাষায় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকার নাম হলো রোযা ।
রোযার ফযিলত ঃ
আল্লাহ পাক বলেন ঃ রোযা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব । কেননা, রোযা পালনকারীরা একমাত্র আমারই সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে থাকে ।
আহকামে রমযান
"হে ঈমান্দারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোযা ফরয করা হয়েছিলো, যাতে তোমরা মোত্তাকী হতে পার ।" ( আল কোরআন )
রোযা ভঙের কারণ সমূহ ঃ
রোযা ভঙের কারণ সমূহ ঃ
- রোযা রেখে শরীয়তসম্মত কারণ ব্যাতিত ইচ্ছাকৃতভাবে খানাপিনা বা স্ত্রী সম্ভোগ করার দ্ধারা রোযা ভঙ হয়ে যায় । আর এতে কাযা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে ।
কাজ চলছে -------
No comments:
Post a Comment
We will tell you the answer. Thank You .