ইসলামিক আলোচনা@Islamic 03
ইসলাম এমন এক পরিপূর্ণ ধর্ম, যার শিক্ষার মধ্যে সব কিছু বিদ্যমান। প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ‘এবং তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না। আর সদয় ব্যবহার করো মা-বাবার সঙ্গে, আত্মীয়স্বজন ও এতিম, মিসকিন, আত্মীয়-প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গে এবং সঙ্গী-সহচর এবং পথচারীদের সঙ্গে এবং তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, তাদের সঙ্গে। আল্লাহ তাদের আদৌ ভালোবাসেন না, যারা অহংকারী ও দাম্ভিক। এখানে আল্লাহ তায়ালা আমাদের এ শিক্ষাই দিচ্ছেন যে তোমরা নিজেদের ভাই, আত্মীয়স্বজন, আপনজন এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে, প্রয়োজন হলে সাহায্য করবে, যত দূর সম্ভব তাদের কল্যাণ পৌঁছাবে এবং এমন সব লোক এমন প্রতিবেশী, যাদের তুমি জানো না। কেননা তাদের সঙ্গে তোমার কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক নেই, অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয়েছে, তাদেরও যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয়, সাহায্য করতে হবে।
আমরা যদি কোরআনের শিক্ষার ওপর আমল করি, তাহলে একটি চমৎকার ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। এমন সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, বউ-শাশুড়ির ঝগড়া হবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না। পাড়া-প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে না। সবাই একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করবে। একে অন্যের উপকার করার চেষ্টা করবে, প্রত্যেকের অধিকার প্রত্যেকে আদায় করতে চেষ্টা করবে।
ইসলামে যেসব অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে অধিক মাত্রায় তাগিদ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার জন্য ঘোষণা করেছেন আর এ ব্যাপারে হাদিসেও ব্যাপক আলোচিত হয়েছে। হজরত রাসুলুল্লাহ্ (সা.) বলেছেন, জিব্রাইল এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকেন। আমার মনে হলো, হয়তো তিনি প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ বানিয়ে দেবেন। (মুসলিম শরিফ)
রিড টু ডাউনলোড >
⇊
⇊
⇊
বায়তুল মোকাদ্দসের ইতিহাস
⇊
ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি
⇊
আদিল্লাতুল হানাফিয়্যাহ
⇊
জন্ম নিয়ন্ত্রণ
⇊
কোরআন হাদিসের আলোকে ইসরাইল
⇊
-------------------------------------------------------------------------------
আরো পিডিএফ আকারে বই আসবে ইনশা-আল্লাহ
No comments:
Post a Comment
We will tell you the answer. Thank You .